Advertisement

Sikkim Land Slides: সিকিমে জোরকদমে চলছে উদ্ধারকাজ, যুদ্ধকালীন ততপরতা সেনার

লাগাতার বর্ষণে ধসে বিদ্ধস্ত নর্থ সিকিমের লাচেন, লাচুং, ইয়ুমথাংয়ে আটকে পড়া আড়াই হাজার পর্যটককে ধাপে ধাপে ফেরানোর প্রক্রিয়া শুরু করলো সিকিম প্রশাসন। মুখ্যমন্ত্রী প্রেমসিং লামার নির্দেশে প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। বর্ডার রোডস অর্গানাইজেশন এবং সেনাবাহিনীর জওয়ানেরাও হাত লাগিয়েছে উদ্ধারকার্যে।

Advertisement
POST A COMMENT