“কোন চোট বা ব্যথার ক্ষেত্রে যুবক থেকে বৃদ্ধ, খেলোয়াড় সকলের সমস্যা দূর করেন ফিজিওথেরাপিস্টরা। কঠিন সময়ে আশার আলো হয়ে উঠেছেন তারা।” শনিবার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ন্যাশনাল কনফারেন্সের শুরুতেই ঠিক এভাবেই ফিজিওথেরাপিস্টের অভিনন্দন জানান এবং চিকিৎসা ক্ষেত্রে ফিজিওথেরাপির গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি আরও বলেন, “যখন কোনও ব্যক্তি হঠাৎ আঘাত পান বা দুর্ঘটনাগ্রস্ত হন তখন শুধুমাত্র শারীরিক চোটই নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন। ফিজিওথেরাপি তাদের শারীরিকভাবেই সুস্থ করে না মানসিক শক্তিও যোগায়। আমাকেও মাঝেমধ্যে ফিজিওথেরাপির সাহায্য নিতে হয়। এই পেশাদারিত্ব থেকে প্রেরণা পাওয়া যায়।”
PM Narendra Modi at Indian Association Of Physiotherapist National Conference