Advertisement

Shubhanshu Shukla:ঐতিহাসিক মুহূর্ত! শুভাংশু মহাকাশ থেকে বলছেন, দেখুন

'মহাকাশ থেকে নমস্কার... আপনিও এই যাত্রা উপভোগ করুন', ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) দিকে রওনা হয়ে মহাকাশযাত্রার মাঝপথ থেকে এই বার্তা পাঠিয়েছেন। শুভাংশু যুক্ত হয়েছেন Axiom-4 মিশনের সঙ্গে, যা Axiom Space এবং SpaceX-এর একটি যৌথ উদ্যোগ। মিশনে তাঁর সঙ্গে রয়েছেন মার্কিন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোজ উজানস্কি-উইশনিউস্কি, এবং হাঙ্গেরির টিবোর কাপু।

Advertisement
POST A COMMENT