ভারতকে কী করে জব্দ করা যায়, কীভাবে ভারতের ভূখণ্ড দখল করে ভারতে আধিপত্য বিস্তার করা যায় সেই চিন্তায় দিন-রাত বিভোর শত্রু দেশ চিন। সঙ্গে আবার পাকিস্তানকেও পিছনে পিছনে সন্ত্রাশি কার্যকলাপ চালিয়ে যেতে মদত দিয়ে যাচ্ছে। আর এমন অবস্থায় মাঝ সমুদ্রে গুরুতর জখম চিনা নাবিকের প্রাণ বাঁচাল ভারতীয় নৌসেনা। ভারতের প্রশংসায় মুখর বিশ্ব জুড়ে। মানে চিনের মানুষের জীবন বাঁচিয়ে যেন চিনের গালে থাপ্পর মারল ভারত। সম্প্রতি ভারতীয় নৌবাহিনী এমন একটি কর্মকাণ্ড করে দেখিয়েছে যেটিতে নৌবাহিনীর সাহস এবং মানবতার বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গিয়েছে সবার কাছে। এই প্রসঙ্গে তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গুরুতর চোটের সম্মুখীন এক চিনা নাবিকের জীবন বাঁচিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ভারতীয় নৌসেনা।
Indian Navy airlifts injured Chinese mariner in operation at Sea