Advertisement

INS Mormugao: ভারতীয় নৌসেনার ক্ষেপণাস্ত্রের সফলভাবে টার্গেট ধ্বংস

ভারতীয় নৌসেনার মুকুটে জুড়ল নয়া পালক। মাঝসাগরে সুপারসনিক টার্গেট ধ্বংস করল ভারতীয় যুদ্ধজাহাজ। সম্পূর্ণ ভাবে ভারতে তৈরি গাইডেড মিসাইল উৎক্ষেপণ করল ভারত। সুপারসনিক গতিতে ছোটা একটি টার্গেটকে ধ্বংস করে নয়া কীর্তি স্থাপন করেছে আইএনএস মরমুগাওঁ। এই পরীক্ষার মাধ্যমে নৌসেনা আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে গেলো। এদিকে নয়া এই যুদ্ধজাহাজ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও নৌসেনার তরফে জানানো হয়েছে। 2022 সালের 18 ডিসেম্বর ভারতীয় নৌসেনায় আইএনএস মরমুগাওঁ অন্তর্ভুক্ত হয়। বিশাখাপত্তনম ক্লাসের চারটি রণতরীর মধ্যে এটি দ্বিতীয়। এটি মজগাওঁ ডকে তৈরি করা হয়েছিল। নৌসেনার 'ওয়ারশিপ ডিজাইন ব্যুরো' এই রণতরীর নকশা তৈরি করেছিল। এই রণতরী চলে চারটি শক্তিশালী গ্যাস টার্বাইনের সাহায্যে। এই যুদ্ধ জাহাজ ভূমি থেকে ভূমি এবং ভূমি থেকে শূন্যে মিসাইল উৎক্ষেপণ করতে পারে। তাছাড়া আরও অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থায় সুসজ্জিত এই আইএনএস মরমুগাওঁ রণতরী। এই রণতরীটি 163 মিটার লম্বা 17 মিটার পর্যন্ত চওড়া। এর ওজন 7 হাজার 400 টন। আইএনএস মরমুগাওঁ বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক রণতরীর মধ্যে অন্যতম। প্রযুক্তিগতভাবে উন্নত ক্ষেপণাস্ত্র বাহক এই রণতরী। অত্যাধুনিক অস্ত্র ছাড়াও এই রণতরীতে নতুন প্রযুক্তির ব়্যাডার ব্যবস্থা রয়েছে। ভারতে তৈরি টর্পেডো লঞ্চার রয়েছে এতে। জৈবিক, রাসায়নিকের পাশাপাশি পারমাণবিক যুদ্ধ লড়তেও সক্ষম এই যুদ্ধ জাহাজ। এর আগে গত 14 মে এই রণতরী থেকেই সফল উৎক্ষেপণ করা হল ব্রহ্মোস মিসাইলের। সম্প্রতি ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় আইএনএস মরমুগাওঁ। মাঝ সাগর থেকে উড়ে গিয়ে সেই মিসাইল সফল ভাবে লক্ষ্যভেদ করেছিল বলে জানানো হয়েছিল ভারতীয় বায়ুসেনার তরফে। আর এবার গাইডেড মিসাইলের মাধ্যমে এই রণতরী ধ্বংস করল সুপারসনিক টার্গেটকে।

Indian Navy's guided missile destroyer INS Mormugao carries out engagement of sea-skimming supersonic target.

Advertisement