আমরা যাঁরা ট্রেনে, বাসে রোজ যাতাযাত করি হামেশাই দেখতে পাই অনেকেই কিছু কিনে খাওয়ার পরেই সেটা এদিও ওদিক ফেলে দেন। বিশেষ করে পান, ঘুটখার পিকের সঙ্গে রাস্তায় প্রকাশ্যে থুতু ফেলা মানুষের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কিন্তু বলবো সাবধান। এবার ট্রেনের জানলা দিয়ে চিপসের খালি প্যাকেট ফেলার আগে একবার ভাবুন। প্যাকেট নয়, চায়ের ভাঁড় থেকে জলের খালি বোতল, যে কোনও ধরনের আবর্জনা। জানলা দিয়ে লাইনে ফেললেই হবে জেল। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা।
Indian Railways New Rule