Indian Reserve Bank ক্রমাগত সোনা কিনছে। ভারতে সোনার রিজার্ভ বাড়ছে। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সোনার ক্রয় বাড়িয়েছে। এই বছরের জুন মাসে RBI ফের ভাল মতো সোনা ক্রয় করেছে। সূত্রের খবর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2025 সালের জুন মাসে আধা টন সোনা কিনেছে।
Indian reserve bank continues to buy gold