ভারত কানাডার সম্পর্ক যে বড়ই তলানিতে গিয়ে ঠেকেছে। G 20 সামিটে এসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পাত্তা পাননি। উল্টে তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ধমক খেতে হয়েছিল। অন্যান্য রাষ্ট্র প্রধানরাও সেইভাবে তাঁকে পাত্তা দেননি। বেশ খানিকটা কোণঠাসা। এর আগেও ভারতে এসে তিনি পাত্তা পাননি সেইভাবে। এবার কানাডার নাগরিকদের জন্য ভিসা স্থগিত করল ভারত। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে এই সিদ্ধান্ত নাটকীয় মুহূর্ত তৈরি করল। এই পদক্ষেপ নেওয়ার ফলে ভারত এবং কানাডার মধ্যে চলা বিরোধ যে আরও বাড়বে, সেটা বলাই চলে। এর আগে ভারতের রাষ্ট্রদূতকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছিল। এবার যেন সেই ইঁটের জবাব ভারত পাটকেল দিয়ে দিল। 21 সেপ্টেম্বর, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
Indian Visas For Canadians Suspended Amid Row: "Operational Reasons"