Advertisement

Indian Airforce: পাকিস্তান তো দূর চিনের থেকেও এগিয়ে ভারতীয় বায়ুসেনা! দেখবি আর জ্বলবি!

প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই উন্নতি করে চলেছে ভারত। দিন দিন শক্তিও বাড়াচ্ছে। অপারেশন সিন্দুরের সময় তার প্রমাণও দেখা গিয়েছে। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের উন্নতি চালিয়ে যাচ্ছে ভারত। অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিরক্ষামন্ত্রক। এক দিকে চিন, অন্য দিকে পাকিস্তানে। দুই প্রান্তের জোড়া শত্রুর মোকাবিলায় সেনাকে আরও মজবুত করতে ঢেলে সাজাচ্ছে ভারত। বর্তমানে ভারত দেশীয় পদ্ধতিতে তৈরি অস্ত্রসস্ত্র বানিয়ে বিক্রি করছে। এত দিন যে চিন নিজেদের শক্তি প্রদর্শন করে গোটা বিশ্বকে ভয়ে রেখেছিল এবার সেই ড্রাগনের দেশকে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনা হিসাবে নিজেদের জায়গা করে নিল ভারত। বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা, সামরিক সমস্যা যেভাবে দিন দিন বাড়ছে সেই জায়গায় গোটা পৃথিবীর নজর হঠাৎই ঘুরে গেল এশিয়ার দিকে।

India's defense sector is steadily advancing

Advertisement