Advertisement

India’s First 3D-Printed Post Office: দেশের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস, প্রধানমন্ত্রী তো দারুণ খুশি

দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিসের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেঙ্গালুরুরর কেমব্রিজ লেআউটে এই পোস্ট অফিসটি অবস্থিত। কেন্দ্রীয় রেল, কমিউনিকেসন, ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রকের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই পোস্ট অফিসকে দেশের কাছে উৎসর্গ করেছেন। এই পোস্ট অফিস মাত্র 43 দিনে তৈরি হয়েছে। এই পোস্ট অফিস নির্মাণ করেছে, নির্মাতা সংস্থা লার্সেন অ্যান্ড টুবরো। এতে প্রযুক্তিগত সমর্থন যুগিয়েছে আইটিআইটি মাদ্রাজ। আইআইটি মাদ্রাজের অধ্যাপক মনু সন্থানম, বর্তমানে সেখানের সিভিল ইনঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তিনিই এই উদ্যোগের অন্যতম স্তম্ভ।

India’s First 3D-Printed Post Office Inaugurated In Bengaluru

Advertisement