scorecardresearch
 
Advertisement

India's GDP: ভারতের অর্থনীতি ছুঁল 4 ট্রিলিয়ন ডলার, এবার জিংপিং, বাইডেনকে পিছনে ফেলবে মোদির ভারত!

India's GDP: ভারতের অর্থনীতি ছুঁল 4 ট্রিলিয়ন ডলার, এবার জিংপিং, বাইডেনকে পিছনে ফেলবে মোদির ভারত!

ইতিহাস গড়ল দেশ। বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারতবর্ষ। 4 ট্রিলিয়ন আমেরিকান ডলারের বেশি হয়েছে ভারতে GDP। জিডিপির নিরিখে আমেরিকা, চিন, জাপান এবং জার্মানির পরেই স্থান পেল ভারত। তবে এখানেই থেমে থাকবে না মোদি সরকার। আগামী বছর অর্থাৎ 2024-এর মধ্যে দেশের GDP-কে 5 ট্রিলিয়ন আমেরিকান ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছে কেন্দ্রীয় সরকার। আপাতত, এই 4 ট্রিলিয়ন আমেরিকান ডলারের GDP দেশের অন্যতম মাইলফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

India's GDP Crosses 4 Trillion Dollar For The First Time

Advertisement