scorecardresearch
 
Advertisement

পৌরাণিক রহস্য, প্রযুক্তির আশ্চর্য মিশেল ভারতের নতুন সংসদ ভবন| New Parliament | Aaj Tak Bangla

পৌরাণিক রহস্য, প্রযুক্তির আশ্চর্য মিশেল ভারতের নতুন সংসদ ভবন| New Parliament | Aaj Tak Bangla

মঙ্গলবার, 19 সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর পবিত্র দিনে নতুন সংসদ ভবনের দরজা খুলে দেওয়া হল সাংসদদের জন্য। আঠারোই সেপ্টেম্বর, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। পাঁচ দিন ধরেই চলবে এই বিশেষ অধিবেশন। এই বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনেই খুলে দেওয়া হল নতুন সংসদ ভবনের দরজা। উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি পুরনো সংসদ ভবনের প্রবেশ দ্বারে এমন কোনও স্মারক বা চিহ্ন নেই যাতে করে ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য বহন করে পার্লামেন্ট ভবন। কিন্তু নতুন পার্লামেন্ট সভবন নির্মাণের সময় বিষয়টির দিকে লক্ষ্য রাখা হয়েছে। যদি কেউ নতুন সংসদ ভবনের দুর্দান্ত প্রবেশদ্বারগুলির দিকে তাকায়, তবে কেউ ভারতের সাংস্কৃতিক ও সভ্যতার ইতিহাসের সম্পূর্ণ প্রদর্শন দেখতে পাবে। 'গণতন্ত্রের মন্দির'-এর অভ্যন্তরের থিমগুলি হল ভারতের তিনটি জাতীয় প্রতীক - পদ্ম, ময়ূর এবং বটবৃক্ষ।

India's new parliament building is a mix of mythic mystery and technological wonder

Advertisement