scorecardresearch
 
Advertisement

Chandrayaan-3: মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে

Chandrayaan-3: মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে

মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। চলতি বছরের জুলাই মাসে চাঁদে Chandrayaan-3 পাঠাতে পারে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-র তরফে একথা জানানো হয়েছে। এখানেই শেষ নয় এরপর আবার সূর্য অভিযান শুরুর পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ISRO-র তরফে। সূর্য অভিযানের নাম দেওয়া হয়েছে, আদিত্য-L 1. উল্লেখ্য, Chandrayaan মিশন পাঠানো ISRO-এর একটি সিরিজ। এর আগে চন্দ্রযান 2 পাঠানো হয়েছিল 2019 সালে।

India's Third Moon Mission

Advertisement