scorecardresearch
 
Advertisement

IndiGo Delhi-Deogarh flight bomb threat: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করানো হল লখনউ বিমানবন্দরে

IndiGo Delhi-Deogarh flight bomb threat: ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করানো হল লখনউ বিমানবন্দরে

ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। ফোন পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করানো হল লখনউ বিমানবন্দরে। দিল্লি থেকে দেওঘরগামী বিমানে এই বেমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সকল যাত্রী ও মালপত্র নামিয়ে তল্লাশি চালানো হয় বিমানে। যদিও বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ইন্ডিগোর দিল্লি থেকে দেওঘরগামী ৬১৯১ বিমানটি সোমবার নির্দিষ্ট সময়েই দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল। ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানে বোমা আছে বলে উড়ো ফোন আসে। তৈরি হয় বোমাতঙ্ক। এরপরই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় ওএই বিমানটিকে কাছের লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। অবতরণের প্রায় তিন ঘণ্টচা ধরে চলে তল্লাশি। এরপর কিছু না মেলায় বিমানটিকে টেকঅফের ক্লিয়ারেন্স দেওয়া হয়।বিমানটি প্রায় সাড়ে বারোটা নাগাদ দেওঘর বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বলে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিমাবন্দর কর্তৃপক্ষ। কোন নম্বর থেকে উড়ো ফোনটি এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে। এবিষয়ে ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে সবরকম নিরাপত্তাজনিত প্রোটোকল মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

IndiGo Delhi-Deogarh flight diverted to Lucknow after bomb threat

Advertisement