Advertisement

বিয়ের 10 বছর পর সন্তান, Indore এ Contaminated Water এ মৃত্যু শিশুর, দায়ী কে ?

ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত জল খেয়ে মৃত্যু হল ৬ মাসের শিশুর। পরিবারের দাবি, বমি ও ডায়রিয়া হচ্ছিল। পরে মৃত্যু হয়। বিয়ের ১০ বছর পরে সন্তান লাভ হয়েছিল দম্পতির। শোকসন্তপ্ত মায়ের দাবি, আমার সন্তান আর নেই। জানি না আর কত মায়ের কোল খালি হবে। মধ্যপ্রদেশের ইন্দোরে পুরসভার জলে বিপত্তি। এখনও পর্যন্ত একাধিক মৃত্যু। অসুস্থরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
POST A COMMENT