scorecardresearch
 
Advertisement

Israel-Palestine Conflict: ইজরায়েলে ভারতের 'অপারেশন অজয়' শুরু, প্লেনে স্লোগান 'বন্দে মাতরম', দেখুন

Israel-Palestine Conflict: ইজরায়েলে ভারতের 'অপারেশন অজয়' শুরু, প্লেনে স্লোগান 'বন্দে মাতরম', দেখুন

হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইজরায়েলের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফেরানোর কাজ শুরু হয়েছে। এ জন্য ভারত সরকার 'অপারেশন অজয়' চালু করেছে। এই অপারেশনের অধীনে ২১২ ভারতীয়কে নিয়ে ইজরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট দিল্লি পৌঁছেছে। ইসরায়েলের সময় অনুযায়ী, ভারতীয় নাগরিক ভর্তি এই ফ্লাইটটি রাত ৯টায় বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা করে। এয়ার ইন্ডিয়ার বিমান এই ফ্লাইটে ২১২ জন যাত্রী দিল্লি পৌঁছেছেন। ইজরায়েল এবং হামাসের মধ্যে শুরু হওয়া যুদ্ধের পর যারা ইজরায়েলে আটকা পড়েছেন তাঁদের সাহায্য করার জন্য ভারত সরকার অপারেশন অজয় চালু করেছে।

Advertisement