scorecardresearch
 
Advertisement

Aditya L1: সূর্যের কাছে পৌঁছানোর আগে গগন যা​ন নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

Aditya L1: সূর্যের কাছে পৌঁছানোর আগে গগন যা​ন নিয়ে বড় আপডেট দিলেন ইসরো প্রধান

চন্দ্রযান-3 এর সাফল্যের পর নতুন উদ্যমে শনিবার, 2 সেপ্টেম্বর সকালে সূর্য অভিযানে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য-এল 1। শনিবার সকাল 11 টা বেজে 50  মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে PSLV-57 রকেটে চেপে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করবে আদিত্য-এল 1। ইতিমধ্যেই শুক্রবার, 1 সেপ্টেম্বর এই মিশনের সাফল্য কামনায় তিরুপতির চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেন দেন ISRO-র প্রধান এস সোমানাথ ও অন্যান্য বিজ্ঞানীরা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরো প্রধান জানিয়ে দেন, তাঁদের পরবর্তী মিশন আদিত্য-এল 1। তার পরবর্তী মিশন গগনযান। গগনযান মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এই মুহূর্তে। অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই মিশনের মহড়া।

ISRO chief gave major update on Aditya L 1 launch

Advertisement