Advertisement

ISRO Gaganyaan Mission Date: গগনযানের উৎক্ষেপণের দিন ঘোষণা ISRO-র, দুর্গাপুজোর এই দিনেই লঞ্চ

পৃথিবীর কক্ষপথে মহাকাশচারীকে পাঠানোর প্রকল্প গগণযান মিশন নিয়ে জোরকোদমে এগোচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO.এবার সেই গগনযানকে পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য দিনক্ষণ ঘোষণা করা হল। সোমবার, ১৬ অক্টোবর ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী 21 অক্টোবর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে ৷ ইসরোর টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "আগামী 21 অক্টোবর সকাল 7টা থেকে 9টার মধ্যে টিভি-ডি1 য়ের উড়ান পরীক্ষা করা হবে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে ৷" উল্লেখ্য, মহাকাশে নভোশ্চর পাঠানোর প্রকল্পের নাম গগনযান মিশন।

ISRO Gaganyaan Mission Date

Advertisement