scorecardresearch
 
Advertisement

Chandrayaan 3: ঐতিহাসিক! ঠিক যে মুহূর্তে চাঁদে পাড়ি দিল ভারত, চন্দ্রযান ৩-এর উত্‍‍‌ক্ষেপণ, দেখুন

Chandrayaan 3: ঐতিহাসিক! ঠিক যে মুহূর্তে চাঁদে পাড়ি দিল ভারত, চন্দ্রযান ৩-এর উত্‍‍‌ক্ষেপণ, দেখুন

Chandrayaan 3 -এর উত্ক্ষেপণ সফল। ইসরোর শ্রীহরিকোটার ২ নম্বর লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান-৩। প্রায় ৯০০ সেকেন্ডের উড়ান শেষে চন্দ্রযান-৩ নির্দিষ্ট ইলেকট্রিকাল পার্কিং অরবিটে স্থাপন করা হল। শুক্রবার ১৪ জুলাই দুপুর ২.৩৫ মিনিট নাগাদ লঞ্চ ভেহিকেল মার্ক-৩ রকেটে চড়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল চন্দ্রযান। নির্দিষ্ট সময়ে, পরিকল্পনামাফিকই চন্দ্রযানের রকেটের প্রথম স্টেজের বুস্টার পৃথক হয়ে যায়। এরপর 110 তরল জ্বালানির বুস্টারের মাধ্যমে মহাকাশের দিকে উড়তে থাকে চন্দ্রযান-৩।

Advertisement