scorecardresearch
 
Advertisement

ISRO: ৩৬ টি স্যাটেলাইট সহ ভারতের বৃহত্তম LVM3 রকেট উৎক্ষেপণ ইসরো-র

ISRO: ৩৬ টি স্যাটেলাইট সহ ভারতের বৃহত্তম LVM3 রকেট উৎক্ষেপণ ইসরো-র

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) রবিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ৩৬টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম লঞ্চ ভেহিকেল মার্ক-III রকেট মিশন সফলভাবে উৎক্ষেপণ করে। ৪৩.৫ মিটার লম্বা রকেটের উত্তোলনটি সকাল ৯ টায় হয়েছিল। ৫৮০৫ কেজি ওজনের ৩৬টি প্রথম প্রজন্মের স্যাটেলাইটগুলি প্রায় ৮৭.৪ ডিগ্রি বাঁক সহ ৪৫০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে।

Advertisement