Advertisement

ISRO: সফলভাবে দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট কক্ষপথে স্থাপন ISRO-র

সোমবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়েছে যে GSLV-F12 সফলভাবে নেভিগেশন স্যাটেলাইট NVS-01 কে তার নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে। ৫১.৭ মিটার লম্বা রকেটটি চেন্নাই থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে শ্রীহরিকোটা স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পরিষ্কার আকাশে সকাল ১০.৪২ মিনিটে পূর্ব নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। দ্বিতীয় প্রজন্মের নেভিগেশন স্যাটেলাইট সিরিজটিকে একটি উল্লেখযোগ্য উৎক্ষেপণ হিসাবে বিবেচনা করা হয়। কারণ এটি ন্যাভিগেশন পরিষেবাগুলির ধারাবাহিকতা নিশ্চিত করবে এবং ভারত ও মূল ভূখণ্ডের আশেপাশে প্রায় ১৫০০ কিলোমিটার এলাকা জুড়ে সরাসরি সময় পরিষেবা প্রদান করবে।

Advertisement
POST A COMMENT