Advertisement

ISRO Recruitment News: ISRO চন্দ্রযান 4 টিমে চাকরি পান, মাধ্যমিক পাশ করলেই হবে, সঙ্গে মোটা বেতন

মাধ্যমিক পাশের পরেই চাকরি জুটবে ISRO-য়। বেতনও মোটা অঙ্কের। চন্দ্রয়ান থ্রি, আদিত্য L1 এর সফল উৎক্ষেপণের পরেই এখন খবরের শিরোনামে যেন শুদুই ISRO। তবে একটি বিষয় সামনে এসেছিল, যে ইসরোর কর্মীদের নাকি বেতন বাকি। এর মধ্যেই নতুন করে ইসরোয় চাকরির খবর সামনে চলে এসেছে। চন্দ্রযান-3 এ সাফল্যের পরে ইসরো বিজ্ঞানীদের নিয়ে বিরাট গর্বিত গোটা দেশ এবং বিশ্ব। অনেকেই ইসরোর চাকরিতে কীভাবে যোগ দেওয়া যায় সেই নিয়ে ইন্টারনেটে সার্চিংও শুরু করে দিয়েছেন।

ISRO Recruitment News

TAGS:
Advertisement