Advertisement

বড়দিনের আগেই বড় সাফল্য ISRO-র, 'বাহুবলী' রকেটে মহাকাশে গেল ৬ হাজার কেজির স্যাটেলাইট

বড়দিনের আগে বিশাল সাফল্য ইসরোর। অন্ধ্রের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে থেকে মহাকাশে উড়ে গেল 'বাহুবলী' LVM3-M6 রকেট। এই রকেট সঙ্গে নিয়ে গেল আমেরিকার AST SpaceMobile-এর BlueBird 6 উপগ্রহকে। এটি মহাকাশে কাজ শুরু করে দিলে মহাকাশ থেকে সরাসারি মোবাইল ফোনে ব্রডব্যান্ড সিগন্যাল পাঠানো যাবে। এর ওজন ৬ হাজার কেজি।

TAGS:
Advertisement
POST A COMMENT