scorecardresearch
 
Advertisement

Isro tests parachutes: পরীক্ষায় পাশ করল ড্রগ প্যারাসুট, গগনযান মহাকাশে যাওয়ার জন্য রেডি

Isro tests parachutes: পরীক্ষায় পাশ করল ড্রগ প্যারাসুট, গগনযান মহাকাশে যাওয়ার জন্য রেডি

গগনযান হবে ভারতের মহাকাশ গবেষণায় ইসরোর প্রথম মনুষ্যবাহী মহাকাশ অভিযান। আর সেই গগনযান মিশনের জন্য প্যারাশ্যুট পরীক্ষা চালাল ইসরো। শুক্রবার ভারতীয় মহাকাশ সংস্থা ISRO-র তরফে জানানো হয়েছে, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির রেল ট্র্যাক রকেট স্লেড সেই ড্রোগ প্যারাশ্যুট ডেপ্লয়মেন্ট টেস্ট চালিয়েছে ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার। সেই প্যারাশ্যুট পরীক্ষা সফল হয়েছে। গগনযান মিশনের আওতায় নভোশ্চরদের নিয়ে মহাকাশযান যখন পৃথিবীতে প্রবেশ করবে, সেইসময় সেই যানের ভারসাম্য রক্ষা করতে এবং সুরক্ষিত স্তরে বেগ কমিয়ে আনার ক্ষেত্রে সেই প্যারাশ্যুটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দ্রুতগতিতে ছুটে চলা কোনও বস্তুর গতি কমিয়ে আনতে ও ভারসাম্য বজায় রাখতে ওই প্যারাশ্যুটই ব্যবহার করা হয়।

Isro tests parachutes that will bring Indian astronauts to Earth from space

Advertisement