scorecardresearch
 
Advertisement

ISRO to launch NavIC satellite: এবার ISRO-র ম্যাপ স্যাটেলাইট মহাকাশে

ISRO to launch NavIC satellite: এবার ISRO-র ম্যাপ স্যাটেলাইট মহাকাশে

ইসরোর এবার লক্ষ্য ভারতের নেভিগেশন ব্যবস্থার উন্নয়ন। আর তাই সেই উন্নয়নের জন্য এবার উপগ্রহ মহাকাশে পাড়ি দেবে। মিশনের নমা ন্যাভআইসি। আর কিছু দিনের অপেক্ষা তারপরই চন্দ্রযান 3 মিশন শুরু করবে ইসরো। তার আগে ভারতের ভারতের নেভিগেশন ব্যবস্থার উন্নয়নে মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইসরো। ন্যাভআইসি উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করতে ইসরো এবার নয়া মিশন শুরু করতে চলেছে 29 মে। ইসরোর কাছে এটি একটি বড় মিশন। নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন যার সংক্ষেপে নাম দেওয়া হয়েছে ন্যাভআইসি। আঞ্চলিক নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমকে বলা হয় ন্যাভআইসি। এবার বলি এই স্যাটেলাইটের কাজ কী? এটি স্থলজ, বায়বীয় এবং সামুদ্রিক পরিবহণে ব্যবহৃত হবে। 29 মে ইসরো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সকাল 10 টা 42 মিনিটে মহাকাশে পাড়ি দেবে এই স্যাটেলাইট। ইন্ডিয়ান কনস্টেলেশন স্যাটেলাইটের সঙ্গে নেভিগেশন জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল হবে সেদিনই। দেশীয় ন্যাভিগেশন সিস্টেমকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে ইসরোর। মোট 7 টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেবে এটি। তা কক্ষপথে পৃথিবীর উপরে প্রদক্ষিণ করার সময় গ্রাউন্ড স্টেশনগুলির নেটওয়ার্কের সঙ্গে কাজ করবে। এই স্যাটেলাইটের মধ্যে রয়েছে IRNS 1 A, IRNS 1 B, IRNS 1 C, IRNS 1 D, IRNS 1 E, IRNS 1 F, IRNS 1 G। ইসরো জানিয়েছে, ন্যাভআইসি দুটি পরিষেবা প্রদান করতে সক্ষম হবে। একটি হল, বেসামরিক ব্যবহারকারীদের জন্য স্ট্যান্ডার্ড পজিশন সার্ভিস। আর অপরটি হল সামরিক-সহ কৌশলগত ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ পরিষেবা।

Isro to launch NavIC satellite on May 29 to boost India's navigational requirements Isro is all geared up for the launch of its next big mission, the Navigation with Indian Constellation (NavIC) satellite into Low Earth orbit.

TAGS:
Advertisement