পুরীর রথযযাত্রায় পদপিষ্টের ঘটনা। রবিবার ভোরে পুরীর গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। জখম অনেকে। শুক্রবার গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে পারেনি রথ। শনিবার তিনটি রথ গন্তব্যে পৌঁছয়। কিন্তু রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো হয়নি। রাতভর আটকে ছিল। সেই রথ দেখতে ভিড় করেন পুণ্যার্থীরা। ঘটে পদপিষ্টের ঘটনা।