জম্মু ও কাশ্মীরে তুষারপাত হয়েই চলেছে। পর্বতের গায়ে গায়ে শুধু সাদা বরফের স্তুপ। রাস্তায় চাদরের কম্বল। সবুজ গাছ সাদা হয়ে গেছে বরফে। সূর্যের আলোতে চকচক করছে। ডোডা জেলার পর্বতাঞ্চলের সুন্দর দৃশ্য দেখুন।