Advertisement

Forest Fire: জম্মু ও কাশ্মীরের রিয়াসির জঙ্গলে আগুন নেভাতে ড্রোনের ব্যবহার বনদফতরের

জম্মু ও কাশ্মীরের রিয়াসির জঙ্গলে আগুন এখনও জ্বলছে। বন বিভাগের কর্মকর্তারা রিয়াসিতে আগুন নেভানোর জন্য ড্রোন ব্যবহার করছেন। তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলে ঘন ঘন দাবানলের ঘটনা ঘটছে। ডিএফও ফরেস্ট ডিভিশন রেয়াসি, সুনীল সিং বলেছেন, "ড্রোন আমাদের আগুন শনাক্ত করতে সাহায্য করছে। এটি কর্মীদের এই পাহাড়ি অঞ্চলে আগুন শনাক্ত করতে সাহায্য করে।" রজৌরি জেলাতেও জঙ্গলে আগুন জ্বলছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নুরশেরার চিঙ্গুসের বিভিন্ন বনাঞ্চলে আগুন লাগার ঘটনা বেড়ে যায়।

Advertisement
POST A COMMENT