Advertisement

Forest Fire: জম্মু ও কাশ্মীরের গঙ্গেরা পাহাড়ে দাবানল, আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় বনদফতর

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার গঙ্গেরা পাহাড়ে বনে আগুন লেগেছে। তাপমাত্রা বৃদ্ধির জন্য এই অঞ্চলটিতে ঘন ঘন দাবানলের ঘটনা ঘটছে। বন দফতরের ব্লক অফিসার ব্রহ্ম দত্ত শর্মা বলেন, "...আমরা সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমি লোকজনের কাছে অনুরোধ করছি যে তারা যেন এখানে বনে রান্না না করে। এটা আমাদের বন সম্পদের ক্ষতি করছে..."

Advertisement
POST A COMMENT