Advertisement

Jammu and Kashmir Heavy Snowfall: তীব্র ঠান্ডায় কাশ্মীর যেন সত্যিই স্বর্গ ! এই ভিডিও না দেখলে বড় মিস করবেন

জম্মু-কাশ্মীরের বারামুল্লায় বছরের প্রথম ভারী তুষারপাত। শুধু বারামুল্লাই নয়, জম্মু-কাশ্মীর জুড়ে বিভিন্ন পার্বত্য এলাকা ঢেকেছে বরফের চাদরে। বাড়ির ছাদ, গাছপালা এবং পাহাড়ের কোলে শীতের প্রথম বরফ। এ যেন এক শ্বেতশুভ্র স্বর্গীয় দৃশ্য। তুষারপাত শুধু সৌন্দর্যই নয়, এটি কৃষি, জল সঞ্চয় এবং পর্যটনের জন্যও গুরুত্বপূর্ণ। এখন যাঁরা জম্মু-কাশ্মীরে বেড়াতে গিয়েছেন, তাঁদেরও বছরের শেষটা স্মরণীয় হয়ে থাকবে।

Advertisement
POST A COMMENT