Advertisement

Jammu and Kashmir Landslides: প্রবল বৃষ্টিতে ভূমিধস জম্মু ও কাশ্মীরে, শ্রীনগর জাতীয় সড়ক অবরুদ্ধ

রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকায় একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। একাধিক রাস্তা এর ফলে বন্ধ করে দেওয়া হয়েছে। রামবান জেলার মেহার, গাংরু, মম পাসি এবং কিশতওয়ারিতে ভূমিধসের কারণে অবরুদ্ধ হয়ে আছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে। তবে বৃষ্টির কারণে বিঘ্নিত হচ্ছে কাজ। কিশতওয়ারের বাশা-সিম্বুল গ্রামে ভূমিধসের কারণে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, রামবান ও সাম্বা জেলায় বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঘটনায় কয়েক ডজন গবাদি পশু মারা গেছে।

Advertisement
POST A COMMENT