Advertisement

Jammu and Kashmir Terrorist attack: রিয়াসিতে শিবখোড়ি গুহা দেখতে যাওয়া ভক্তদের বাসে জঙ্গি হামলা, মৃত ১০, আহত বহু

জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা। রিয়াসির শিবখোড়ি গুহা দেখতে যাওয়া ভক্তদের বাসে জঙ্গি হামলা। নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসএসপি রেয়াসি মোহিতা শর্মা বলেছেন, "প্রাথমিক ভাবে মনে করা হয়েছে যে জঙ্গিরা শিব খোরি থেকে কাটরাগামী যাত্রীবাহী বাসে গুলি চালায়। গুলি চালানোর কারণে বাসের চালক ভারসাম্য হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে, যাত্রীদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এই ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন ডিসি রিয়াসি।

Advertisement
POST A COMMENT