Advertisement

Jammu Bus Accident: জম্মুতে তীর্থযাত্রীদের বাস পড়ল দেড়শো ফুট গভীর খাদে, মৃত্যু মিছিল

বৃহস্পতিবার জম্মু জেলায় তীর্থযাত্রীদের নিয়ে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে খাদে পড়ে গেলে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত একাধিক। জানা গেছে চোকি চোরা এলাকার টাংলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বাসটি প্রায় দেড়শ ফুট গভীর খাদে পড়ে যায়। বাসটি হরিয়ানার কুরুক্ষেত্র থেকে জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার শিব খোরিতে তীর্থযাত্রীদের নিয়ে যাচ্ছিল।

Advertisement
POST A COMMENT