Advertisement

Pahalgam Tourism Activities Resume: কাশ্মীরে বেড়াতে যাওয়া যাবে? পর্যটকদের কাছে শুনে নিন

পহেলগাঁও হামলার আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীরের গুলমার্গ। ফের চালু হয়েছে জনপ্রিয় গন্ডোলা পরিষেবা, যেখানে প্রতিদিন প্রায় ৫০০ পর্যটক উঠছেন। ভ্রমণকারীরা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয়দের আতিথেয়তার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, 'ভয়ের কিছু নেই, সবাইকে কাশ্মীর ঘুরতে আসা উচিত।' পর্যটকদের এই প্রত্যাবর্তনে আশার আলো দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের আশা, খুব শিগগিরই পুরোপুরি ঘুরে দাঁড়াবে উপত্যকার পর্যটন শিল্প। আতঙ্কের ছায়া সরিয়ে আবারও কাশ্মীর ডেকে বলছে—আসুন, ভালোবাসুন, ফিরে যান মুগ্ধ হয়ে।

Advertisement
POST A COMMENT