scorecardresearch
 
Advertisement

Jharkhand Assembly Election Result 2024: ঝাড়খণ্ডে BJP-র ভরাডুবি! 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর কামাল?

Jharkhand Assembly Election Result 2024: ঝাড়খণ্ডে BJP-র ভরাডুবি! 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর কামাল?

দুর্নীতির অভিযোগে জেলযাত্রা। চম্পাই সোরেনের বিজেপি যোগ। বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু। ৮১ আসনে ঝাড়খণ্ড বিধানসভায় ভোটের আগে একের পর এক ঘটনার ঘনঘটা। কিন্তু জনতা জনার্দনের রায় শেষ পর্যন্ত INDIA জোটের দিকেই। সেই হেমন্ত সোরেনের উপরেই ভরসা রাখল ঝাড়খণ্ড। বাংলার প্রতিবেশী রাজ্যগুলির মধ্যে অন্যতম ঝাড়খণ্ড। প্রচুর বাংলাভাষী মানুষের বাস। সেই ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ঝাড়খণ্ড মুক্তিমোর্চার নেতৃত্বাধীন সরকার। ওই রাজ্যেও বাংলার মতোই চালু রয়েছে মাইয়া প্রকল্প। যে প্রকল্পে মহিলাদের প্রতিমাসে দেওয়া হয় ১ হাজার টাকা। লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো এই প্রকল্পের জন্যই কি হেমন্ত সোরেনের উপরেই ভরসা রাখল ঝাড়খণ্ডের মানুষ?

Advertisement