সঞ্চার সাথী অ্যাপটি বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে ফোন থেকে আনইনস্টল করতে পারবেন। মঙ্গলবার এ কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর বক্তব্য, চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে পেতেই এই অ্যাপটি আনা হয়েছে। সেই সঙ্গে জালিয়াতিও রুখবে। এর উদ্দেশ্য সাধারণ মানুষের ফোনে গোয়েন্দাগিরি করা নয়।