কেন সংঘর্ষবিরতি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? 'অপারেশন সিঁদুর' নিয়ে বিতর্কে অংশ নিয়ে বক্তব্য রাখতে উঠে প্রশ্ন করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সংঘর্ষবিরতি নিয়ে বড়সড় প্রশ্ন তোলেন সংসদে। তিনি বলেন, '৭ থেকে ১০ মে সকল ভারতবাসী অপেক্ষা করছিলাম, বারবার নানা খবর পাচ্ছিলাম। সকলে জানিয়েছি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছি। সকলেই উজ্জীবিত। আমরা ভেবেছিলাম পাক অধিকৃত কাশ্মীর বুঝি আমরা ছিনিয়ে নিয়ে আসব। তারপর আচমকাই ১০ মে দুপুর সাড়ে ৩টের সময়ে শুনলাম সংঘর্ষবিরতি। কখনও শুনেছেন ৯০ রানে করে কেউ ইনিংস ডিকলেয়ার করে দেয়?' আমেরিকার প্রেসিডেন্টের সামনে দাঁড়ালে আপনার ৫৬ ইঞ্চির ছাতি ৩৬-এ কেন পৌঁছে যায়? তীব্র কটাক্ষ শোনা যায় তৃণমূল সাংসদের মুখে।