scorecardresearch
 
Advertisement

Kar Sevak Married: অবশেষে ভাঙলেন ব্রত, রাম মন্দিরের অভিষেকের পরই বিয়ে সারলেন কর সেবক

Kar Sevak Married: অবশেষে ভাঙলেন ব্রত, রাম মন্দিরের অভিষেকের পরই বিয়ে সারলেন কর সেবক

রাম মন্দিরের ঐতিহাসিক অভিষেক অনুষ্ঠানের পর অযোধ্যায় অনুষ্ঠিত হল এক অনন্য বিয়ে। মহেন্দ্র ভারতী, একজন কর সেবক যিনি রাম মন্দির নির্মাণ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৩৩ বছর পর তিনি তার ব্রত ভঙ্গ করেছেন। মঙ্গলবার অযোধ্যায় শালিনী গৌতমকে বিয়ে করেন ভারতী। বিয়েটি হয়েছিল কর সেবক পুরমের যজ্ঞশালায়, যা ছিল রাম মন্দির আন্দোলনের প্রাণকেন্দ্র।

Advertisement