Advertisement

VIDEO: ওদিকে জঙ্গিরা যখন গুলি করছে তখন পর্যটকদের আগলে রাখছেন কাশ্মীরের স্থানীয়রা, দেখুন

কাশ্মীরের পহেলগাঁও হামলার একটি নতুন ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গুলির আওয়াজের মধ্যে আতঙ্কে পর্যটকরা একজায়গায় জড়ো হয়ে আছেন। তাঁদের আশপাশে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় কয়েকজন সহায়ক। গুলির শব্দ ক্রমেই কাছাকাছি আসছে, তবুও সেই সাহসী স্থানীয়রা পর্যটকদের ফেলে পালিয়ে যাননি। বরং নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তাঁদের নিরাপদ রাখার চেষ্টা করেছেন। আতঙ্কিত মুখগুলোর মধ্যে তখন ভরসার আশ্রয় হয়ে উঠেছিলেন এই স্থানীয় সহায়কেরা। হামলার পর থেকেই এই সহানুভূতির ছবি সামনে আসায় অনেকেই তাঁদের প্রশংসা করছেন। এখনও পর্যন্ত হামলায় এক পর্যটকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। সেনা ও পুলিশ দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের খোঁজ করছে। উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Advertisement
POST A COMMENT