scorecardresearch
 
Advertisement

Kerala to resist NCERT: বই ছাপানোর হুঁশিয়ারি কেরলের, পাঠ্যক্রম থেকে বাদ মুঘল-গান্ধীহত্যা

Kerala to resist NCERT: বই ছাপানোর হুঁশিয়ারি কেরলের, পাঠ্যক্রম থেকে বাদ মুঘল-গান্ধীহত্যা

ইতিহাস বই থেকে মুঘল যুগ সংক্রান্ত যাবতীয় অধ্যায় বাদ পড়েছিল আগেই। এবার কোপ পড়েছে বিজ্ঞান বইয়েও। সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির পাঠ্যক্রম থেকে চার্লস ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। যার বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদে শামিল হয়েছেন বিজ্ঞানী, বিজ্ঞান শিক্ষক ও বিশেষজ্ঞরা। একের পর এক এই ধরনের বিতর্কের মধ্যে এবার বড়সড় হুঁশিয়ারি দিল কেরলের বাম সরকার। এবার নিজেরাই পাঠ্যবই ছাপানো শুরু করবেন বলে দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি। তাঁর মন্তব্য, কেন্দ্র যদি বাতিল অধ্যায় পড়ানোর অনুমতি না দেয় তাহলে তাঁরা এমনই পথে হাঁটবেন। কোচিতে এক জনসভায় তাঁকে বলতে শোনা যায়, মুঘল যুগ থেকে গোধরা কাণ্ডের মতো বিষয়কে বাদ দেওয়া অন্যায়। ইতিমধ্যেই কেরল সরকার এই বিষয়ে তাদের তীব্র আপত্তির কথা জানিয়েছে কেন্দ্র ও NCERT’কে। শিবনকুট্টির কথায়, ”কেরল চিরকাল ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে অধ্যায়গুলিকে বাদ দেওয়া হয়েছে সেগুলিও স্কুলে পড়ানো দরকার। এভাবে ইতিহাসকে ঘুরিয়ে দেওয়া যাবে না। আমরা চিন্তাভাবনা করছি কীভাবে সেটা শেখানো হবে। আমরা আলাদা করে টেক্সট বইও ছাপাতে পারি। NCERT যা করেছে আমরা সেটা কোনওভাবেই মেনে নিচ্ছি না।” উল্লেখ্য, সম্প্রতি মুঘল যুগ সংক্রান্ত অধ্যায় বাদ পড়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রম থেকে। এদিকে রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ দেওয়া হয়েছে গান্ধীহত্যার প্রসঙ্গও। একই ভাবে গুজরাট দাঙ্গা থেকে ডারউইনের বিবর্তনবাদ- বাদ পড়েছে সেগুলিও।

Kerala to resist NCERT move for changes in textbooks.

Advertisement