প্রায় ২১ বছর আগে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে জঙ্গিহানার শহিদ হয়েছিলেন সেনা আধিকারিক বাবা। তখন মেয়েটির বয়স ছিল মাত্র তিন বছর। জীবনে কতবড় ক্ষতি হয়ে গেল তা বোঝার ক্ষমতাই হয়নি তার। এরপর ধীরে ধীরে সেই মেয়ে বড় হয়ে বাবার পদাঙ্কই অনুসরণ করার পথে ব্রতী হয়। অবশেষে কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়কে সঙ্গী করে চেন্নাইয়ের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে যোগ্যতার সঙ্গে উত্তীর্ণ হয়ে মিলিটারি ইন্টেলিজেন্স কর্পসে লেফটেন্যান্ট হিসেবে নিযুক্ত হলেন সেই মেয়ে। আমরা কথা বলছি বছর তেইশের ইনায়ত ভাৎসের।
Inayat Vats The Girl Who Wore Her Father’s Uniform