Advertisement

Heavy Rain-Uttarakhand: প্রবল বৃষ্টিতে ভাসছে কোটদ্বার, মালন নদীর ওপর আটকে গাড়ি-শ্রমিকরা

উত্তরাখণ্ডে লাগাতার বৃষ্টি চলছে। কোটদ্বারে প্রবল বৃষ্টিতে ভাসছে সমস্ত নদী-নালা। মালন নদীর ওপর আগেই ভেঙে গেছিল সেতু। বিকল্প হিসেবে যে সেতু দুটি তৈরি হচ্ছিল সেই নির্মিয়মান সেতু দুটিও ভেসে যায়। একই সঙ্গে নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ে গাড়ি এবং শ্রমিকরা। পুলিশ ও পূর্ত দফতরের টিম জেসিবি মেশিন দিয়ে তাদের বের করার চেষ্টা করে।

Advertisement
POST A COMMENT