Advertisement

Heavy Snowfall: লাদাখে ফের তুষারপাত, কার্গিলে জলের চাহিদা মেটাবে বলে আশা কৃষকদের

লাদাখের কার্গিল জেলায় বুধবার ভারী তুষারপাত হয়েছে, সকাল থেকে কার্গিল শহরে ৪ থেকে ৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ি, আগামী দুই দিনের মধ্যে তুষারপাত তীব্র হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কার্গিল, জান্সকার এবং লেহ, নুব্রা এবং চাংথাং-এর কিছু অংশে। ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বর্তমানে লাদাখকে প্রভাবিত করছে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত মাঝারি থেকে ভারী তুষারপাত হতে পারে, যা এই অঞ্চলের জলের চাহিদা উন্নত করবে এবং কৃষিকাজে সহায়তা করবে।

Advertisement
POST A COMMENT