Advertisement

Aditya-L1 ISRO Solar Mission: ভারতের সফল সৌর অভিযানের পিছনে রয়েছেন এই মহিলার অবদান, জানুন তাঁর পরিচয়

23 অগস্ট, বুধবার, চাঁদের দক্ষিণ মেরুতে সফল চন্দ্র অভিযানের পরই পরবর্তী মিশন আদিত্য L1 নিয়ে উঠে পড়ে লেগেছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO-র বিজ্ঞানীরা। শনিবার, 2 অগস্ট ইসরোর সেই সূর্য অভিযানের মিশনও সফল হল। আর এই মিশন সফল হওয়ার পরই নেপথ্যে থাকা নারীশক্তিকে কুর্ণিশ জানালেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে চন্দ্র অভিযানের নেপথ্যেও ছিল ইসরোর বেশ কয়েকজন মহিলা বিজ্ঞানীর ভূমিকা। আর সৌর মিশনের পিছনে রয়েছে নিগার সাজি নামে এক মহিলা বিজ্ঞানীর অসামান্য ভূমিকা। নিগার সাজি তামিলনাড়ুর তেনকাশির বাসিন্দা নিগার। সম্প্রতি নয়, সেই 1987 সাল থেকে ইসরোয় কাজ করছেন তিনি।

Lady Behind Aditya-L1 ISRO Solar Mission

Advertisement