Advertisement

Shimla landslide: শিমলার সামারহিল এলাকায় ভূমিধস, শিবমন্দিরের তলায় আটকে বহু ভক্ত

হিমাচল প্রদেশের শিমলায় বড়সড় দুর্ঘটনা। ভারী বর্ষণের কারণে ভূমিধসের কবলে শিব মন্দির। শ্রাবণ সোমবারে পুজো দিতে এসেছিলেন বহু ভক্ত। প্রচুর ভক্ত ধ্বংসস্তের নীচে চাপা পড়ে গিয়েছেন। তাঁদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাটি ঘটেছে শিমলার সামারহিল এলাকায়। পুলিশ ও প্রশাসনের উদ্ধার অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে রয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজ্যের মন্ত্রী বিক্রমাদিত্য সিং। এছাড়া রয়েছেন রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা।

Advertisement
POST A COMMENT