Advertisement

Landslide on Shimla: হিমাচল প্রদেশের সিমলা-চণ্ডীগড় মহাসড়কে ভূমিধস, দেখুন VIDEO

বৃহস্পতিবার হিমাচল প্রদেশের সোলান জেলার শিমলা থেকে চণ্ডীগড়ের সংযোগকারী জাতীয় মহাসড়কটি ভূমিধস বন্ধ হয়ে গেছে। অনেক যানবাহন আটকে পড়ে। প্রায় ৫০ মিটার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় আবহাওয়া বিভাগ ৪ ও ৫ আগস্ট নিম্ন ও মধ্য পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং ৩ ও ৬ আগস্ট ভারী বৃষ্টিপাতের "হলুদ" সতর্কতা জারি করেছে।

Advertisement
POST A COMMENT