Advertisement

Cobra: কমোডে কিং কোবরা! ঝাড়খণ্ডে বাথরুমে হাড়-হিম VIDEO VIRAL

ঝাড়খণ্ডের পাকুড় জেলার মহেশপুর এলাকায় এক পরিবারের বাড়িতে হঠাৎই দেখা মিলল বিষাক্ত কোবরা সাপের। মঙ্গলবার সকালে বিনোদ ভগত নামে এক ব্যক্তি যখন বাথরুমে যান, তখনই চোখে পড়ে কমোডে সাক্ষাত্‍ গোখরো। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আতঙ্কে চিৎকার শুরু করেন এবং বন দফতরে খবর দেন। খবর পেয়ে রেসকিউ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় ১৫ মিনিট ধরে চলে অভিযান। অবশেষে কোবরাটিকে নিরাপদে ধরতে সক্ষম হন বনকর্মীরা। সাপটি ধরার পর সকলেই হাঁফ ছেড়ে বাঁচেন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বর্ষার সময়ে এ ধরনের ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে বলেও জানিয়েছে বন দফতর। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং কোথাও সাপ দেখলেই সঙ্গে সঙ্গে জানাতে অনুরোধ করা হয়েছে।

TAGS:
Advertisement
POST A COMMENT