Advertisement

Brij Bhusan Singh-Yogi meeting:'জীবনে উত্থান-পতন থাকে', ৩১ মাস পর যোগীর সাক্ষাতের পর মন্তব্য ব্রিজভূষণের

৩১ মাস পর যোগী-ব্রিজভূষণ সাক্ষাৎ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেন কী বলেন প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং? 'আজ তক'-কে ব্রিজভূষণ শরণ সিং বলেন, "জীবনে উত্থান-পতন থাকে। আমি প্রায় ৩১ মাস পর যোগীজির সঙ্গে দেখা করেছি। ২০২৩ সালের জানুয়ারিতে আমার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিনি। যখন আমাকে অভিযুক্ত করা হয়েছিল, তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই লড়াই আমার এবং আমি এটি লড়ব।"

Advertisement
POST A COMMENT