উত্তর সিকিমের তরাম ছু নদীর উপর বাঁশের সেতু তৈরি করছেন স্থানীয়রা। চুংথাং ও লাচেনের মধ্যে পায়ে হাঁটা চলাচলের জন্য এই অস্থায়ী সেতু এখন একমাত্র ভরসা। প্রবল বৃষ্টির জেরে মূল সড়ক ও সেতু ভেঙে যাওয়ার পর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সংকট কাটাতেই স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়েছে বন দফতর, সেনা ও প্রশাসন। প্রায় ৭৯ মিটার লম্বা ও ১৫ মিটার উঁচু এই বাঁশের সেতু প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে। একসঙ্গে দু’তিনজনের বেশি উঠতে দেওয়া হচ্ছে না। পাহাড়ে বেঁচে থাকার লড়াইয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল সিকিমবাসী।