Advertisement

Jambu Zoo: সিংহ ও বাঘ এবার একসঙ্গে দেখা যাবে জম্মুর জাম্বু চিড়িয়াখানায়

উত্তর ভারতের বৃহত্তম চিড়িয়াখানাগুলির মধ্যে একটি জাম্বু চিড়িয়াখানা। তামিলনাড়ু থেকে একজোড়া রয়েল বেঙ্গল টাইগারের জম্মুর জাম্বু চিড়িয়াখানায় আনা হয়েছে। এর আগে, গুজরাট থেকে চিড়িয়াখানায় এশিয়াটিক সিংহের একটি পুরুষ ও মহিলা জোড়া আনা হয়েছিল। এই প্রথম দর্শনার্থীরা শহরে সিংহ এবং বাঘ একসঙ্গে দেখার সুযোগ পাবে।

Advertisement
POST A COMMENT